[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে আরোও ২ জনের করোনা শনাক্ত

৪৩

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন (আরএসিটি) মাধ্যমে করোনা টেষ্ট করে নতুন করে এক সাংবাদিকসহ ২জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরটিসিটি) মাধ্যমে করোনা টেষ্টের ১ জন করলে এই ১জনই করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ১৭ জুলাই করোনা ভ্যাকসিন টিকা গ্রহন করেছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আজকের সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন (আরএসিটি) মাধ্যমে করোনা টেষ্ট করে এই ১জনই করোনা পজিটিভ পাওয়া গেছে। তাকে করোনা নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পিসিআর পরীক্ষার জন্য পাঠানো হবে। গতকাল রোববার (আরএসিটি) মাধ্যমে করোনা টেষ্ট ৯জনের মধ্যে ১জন করোনা ধরা পড়ে। থানচি উপজেলায় এপর্যন্ত করোনা শনাক্ত হার ১৪ দশমিক ২৮ শতাংশ ছাড়িয়েছেন। এর আগে শুক্রবার ও শনিবার দুই দিনের ৮ জনের আরএসিটি টেষ্টের কেউ শনাক্ত হয়নি।

এদিকে দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা বলেন, আমি ১৭ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা প্রথম ডোজ গ্রহন করেছি। টিকা গ্রহনের পর শরীর সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল।

তিনি আরো বলেন, আমি টিকা গ্রহনে ২দিন পর একটা বিশেষ কাজে বান্দরবানে গিয়েছিলাম। কিন্তু রাত্রি যাপন করিনি। সেই দিনের বিকালে থানচিতে ফিরে আসছিলাম। তারপরে দিন থেকে হালকা জ্বর, কাশিসহ নাকের কোন গন্ধ পেত না, কোন স্বাদ নাই, ঘ্রান ছিল না, সাথে শরীরও ভাল লাগছিল না। তাই আজ (আরএসিটি) মাধ্যমে করোনা টেষ্ট করলে পজিটিভ আসছে বলে জানান তিনি।

থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) বলেন, আমার এক সহকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএসিটি) মাধ্যমে করোনা টেষ্ট করে পজিটিভ ধরা পড়েছে। আতঙ্ক নয়, মাস্ক পরিধানসহ সচেতনামূলক অব্যাহত ও সর্তক থাকার জরুরী। তার দ্রুত সুস্থ্যতায় এলাকাবাসীর নিকট আর্শীবাদ চেয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি মাসের শুরুতে প্রথম কঠোর লকডাউনে ৭জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হওয়ার একজনই তিনি বর্তমানে সুস্থ আছেন। আজকের ১জন (আরএসিটি) করোনা টেষ্ট করে ১জনই পজিটিভ ধরা পড়া এক সাংবাদিকসহ ২জনের উপজেলা হাসপিতালে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।