রাঙ্গামাটির বরকলে এই প্রথম ১জন করোনা রোগী সনাক্ত
॥ নিরত বরণ চাকমা, বরকল ॥
রাঙ্গামাটি বরকল উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার চাইল্যতলী এলাকার বাসিন্দা। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের একজন কর্মচারী। বয়স ৩৫ বছর। রবিবার (২৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আক্রান্ত ব্যক্তির সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত ২২ তারিখে তার জ্বর জ্বর অনুভব হয়। পরে তিনি করোনা সন্দেহ হলে হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করালে পরে রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন বলেও জানান।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত এক ব্যক্তিকে এন্টিজেন কীটের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সর্বশেষ তার শরীরে করোনা পজিটিভ আসে। পরে তাকে এবং পরিবারের সকলকে কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।