রাঙ্গামাটিতে দা দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ধারালো দা দিয়ে বাসিরাম তঞ্চঙ্গ্যা (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় র্দুবৃত্তরা বাসিরাম তঞ্চঙ্গ্যাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার পরিবারের লোকজন তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। তারা পাঁচ ভাইয়ের মধ্যে এরআগেও ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সন্ধ্যায় ঘটলেও পুলিশ খবর পান রাত ১০টার সময় । বর্তমানের নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।