[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচিতে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত

১৫২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে সারাদেশে ন্যায়ের মতো কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনে বাস্ততবায়নে উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট এর ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা সদর বাজারে সাপ্তাহিক হাট বাজার এই দিনের বিভিন্ন জায়গা ঘুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম টহলে মধ্যে দিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপরতা চালাচ্ছেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান করে মাস্ক বিতরণে মাধ্যমে সচেতনামূলক ও স্বাস্থ্যবিধি মানাসহ সর্তক করা হয়েছে। লকডাউন পালনে প্রতিদিন থানচি উপজেলা প্রবেশমুখী জিরো পয়েন্ট, উপজেলা পরিষদের ত্রি-রাস্তা মোড়সহ সড়কে বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারী রেখেছেন পুলিশ। জরুরী সেবায় ছাড়া অযথা বের হওয়ার মানুষকে ফের ফিরিয়ে দেয়া হয়েছে। এবং গত শনিবার বলিপাড়া ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজারে অনিল দাশ চা দোকান ও শাহ আলম দোকান এর মাস্ক পরিধান বিহীন দুই জনকে ৫শত টাকা করে ১হাজার টাকা জড়িমানা করা হচ্ছে বলে জানা যায়।

এদিকে থানচি টু বান্দরবান সড়কে লাইনম্যান মংসিংনু মারমা জানান, সারাদেশের ন্যায় সীমিত পরিসরে লকডাউন কারনে দুরপাল্লা বাস গণপরিবহন থানচি থেকে বান্দরবান যানচলাচলে বন্ধ রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী জানান, লকডাউন বাস্তবায়নে থানচি উপজেলা জুড়ে মাঠপর্যায়ে ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে। করোনা সংক্রামণ ঠেকাতে সরকারি নির্দেশনুযায়ী উপজেলায় বিভিন্ন পয়েন্ট অবস্থান করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি ও আইন অমান্যকারীদের জড়িমানাসহ শাস্তি প্রদান করা হচ্ছে। ভ্রাম্যমান আদালত কার্যকর করতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, জনগন ও বিজিবি সদস্যরাও সহযোগীতা করেছেন বলে জানান তিনি।