রাজস্থলীতে মাছ ব্যবসায়ী রিপন হত্যায় আসামী গ্রেপ্তার
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন রিপন হত্যার আরো এক আসামীকে গ্রেফতার করেছে আইনসৃংখলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৩জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে বান্দরবানের রাজভিলা এলাকা থেকে মামলার আসামী ক্যাসাচিং মারমা (৩০) কে আটক করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।
থানা সূত্রে জানা যায়, ২০২০ সালের অক্টোবরের ০৯ তারিখ রাজস্থলী বাজারের মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন (রিপন) কে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী অতর্কিতে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থলে জালাল উদ্দিন (রিপন) প্রান হারায়। এ বিষয়ে রিপনের পরিবার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজস্থলী থানায় একটি হত্যা মামলা করে। পরে আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন সময় গোয়েন্দা তৎপরতা চালায়।
এ বিষয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান জানান শুক্রবার রাত আনুমানিক ৯ টায় বাঙালহালিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মুসফিক আহমেদ সামিত একজন আসামী কে এনে থানায় হস্তান্তর করেন। শনিবার আদালতে প্রেরণ করা হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।