মহালছড়িতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা মেরামত
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর হতে মুবাছড়ি ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি এলাকাবাসীর উদ্যোগে মেরামত করা হয়েছে। বর্ষা মৌসুমে এ রাস্তাটিতে বৃষ্টির পানিতে কাঁদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে শত শত মানুষের যাতায়াতের অসুবিধা দেখা দেয়।
মঙ্গলবার (২০জুলাই) মনাটেক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” সড়কটি মেরামত করার উদ্যোগ গ্রহন করে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিঙ্গিনালা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “সবাই দোস্ত” ও মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতিসহ এলাকার অনেকেই এ কাজে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতায় এগিয়ে আসেন। রাস্তাটি মেরামত করা হয় মহালছড়ি সদর থেকে মুবাছড়ি ইউনিয়নে প্রবেশদ্বার মহালছড়ি থানা ঘাট থেকে অল্প দূরে ব্রিজপাড়া নামক স্থানে। এ রাস্তার কারণে শত শত মানুষের ভোগান্তি পোহাতে হয়। রাস্তা মেরামত কাজে বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুহডিক সংগঠনের সভাপতি রত্ন উজ্জল চাকমা বলেন, এ সমস্ত কাজ করা একার পক্ষে সম্ভব নয়।
এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, এ ধরণের কাজ দেখলে এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে এ ধরণের রাস্তা মেরামতের বরাদ্দ দেয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী চেঙ্গী নদীর উপড় ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় এ রাস্তায় মেরামতের প্রকল্প বরাদ্দ হয়নি। কারণ ব্রিজ নির্মাণ কাজের সাথে এ রাস্তার কাজ ধরা আছে। ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হলে এ রাস্তার সংষ্কার কাজ শুরু করা হবে।