[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় পৃথক দুর্ঘটনায় ১ পথচারী নিহত, ২ স্কুল ছাত্রী আহত

৩২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুইটি দুর্ঘটনায় ১ জন বৃদ্ধ পথচারী ট্রাক চাপায় নিহত ও এ্যাম্বুলেন্স চাপা পড়ে দশম শ্রেণীর ২ জন স্কুল ছাত্রী আহত হয়েছে।

আজিজনগর বাজারের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, আজিজনগর বাজার এলাকার সাত্তার ম্যাচ ফ্যাক্টেরীর গেইট সংলগ্ন ট্রাক গাড়ি এক বৃদ্ধ লোককে চাপা দিলে লোকটি ঘটনাস্থলে মারা যায়। ট্রাকের লাইসেন্স নং ১১-০৬১৪। ট্রাকটি কক্সবাজারের দিকে পালিয়ে যায় বলে জানায় এই প্রত্যেক্ষদর্শী। সোমবার (১৯ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চাপায় নিহত বৃদ্ধা বদিউর রহমান (৫৫) ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোড় পাড়ার মৃত তনু মিয়ার ছেলে।

আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানী ট্রাক চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোকটির দাফন কাপনের ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে একই ইউনিয়নের আজিজনগর স্টেশনে রয়েল টেক্সটাইলের সামনে সড়কে সোমবার (১৯ জুলাই) সকাল ১০টায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি এ্যাম্বুলেন্স চাম্বী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুই ছাত্রীকে চাপা দেয়। আহত ছাত্রীরা হলেন, নিগার সোলতানা নিশাত ও সাইমা জন্নাত। দুইজনেই আজিজনগর চাম্বী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী এবং পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া বাসিন্দা।

প্রত্যেক্ষদর্শী আবুল খায়ের জানান, সাইমা আক্তার এ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং নিগার সোলতানার বাম হাত ভেঙ্গে যায়। ঘাতক এ্যাম্বুলেন্সটি সায়মা আক্তারকে তুলে নিয়ে লোহাগাড়া মা-মনি হাসপাতালে নিয়ে যায়। লোহাগাড়া মা মণি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান জানান, নিগার সোলতান নিশাত হাতের মধ্যে মারাত্মক আঘাত পাওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল রেফার করা হয়েছে। অন্যজন সাইমা জন্নাত মাথায় আঘাত পেয়েছে। তাকে ২৪ ঘন্টার জন্য অবজারভেশনে রাখা হয়েছে। আহত ছাত্রীর মা জানান স্কুলে ক্লাসের এ্যাসাইনমেন্ট জমা দেয়ার জন্য তারা স্কুলে যাচ্ছিল।