রাঙ্গামাটি রাজস্থলীতে টাস্কফোর্স কমিটির সভা
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, নয় ছয় করার সুযোগ নেই
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প যাচাই বাছাই করেই বরাদ্দ প্রদান করা হবে। প্রকল্প নিয়ে এখানে নয় ছয় করার কোন সুযোগ নেই। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত টাস্কফোর্স এর সভায় নির্বাহী কর্মকর্তা এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি মফজল আহমদ খান, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা সহ কমিটির সদস্যবৃন্দ।
রাজস্থলীতে টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মানে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর দেয়া তৃতীয় কিস্তির বরাদ্দের এ ঘরের তালিকা প্রদানে চেয়ারম্যানদের তাগিদও দেয়া হয়। ঘর নির্মানে কোন অনিয়ম যেন না হয় তার প্রতি সজাগ থাকতে বিশেষ গুরুত্ব দেয়া হয়। অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প যাঁচাই বাছাই করে বরাদ্ধ প্রদান করা হবে। এখানে নয় ছয় করার কোন সুযোগ নেই। যদি কোন অনিয়ম বা দুূর্নীতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।