নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ফুলেল শুভেচ্ছা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন,রাঙ্গামাটি জেলার বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় চেয়ারম্যানের নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাঙ্গামাটি জেলার সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক দিপু বড়ুয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নোবেল চাকমা, পারভিন আক্তার, দোলন ত্রিপুরা, পলাশ চাকমা, দেবদত্ত মুৎসুদ্দি, দেবাশিষ বড়ুয়া মনা, মোঃ সোহেলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।