রাঙ্গামাটিতে নতুন করে আরো ৫১ জনের করোনায় শনাক্ত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২ হাজার ১৪৪ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬৮৭ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ১৬৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৩০ জন, কাপ্তাই ১৬ জন, বিলাইছড়ি ১ জন, লংগদু ১ জন,কাউখালী ২ জন ও নানিয়ারচর ১ জন আক্রান্ত হয়েছে।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৬৮৭ জন। আইসোলেশনে রয়েছেন ১০ জন,বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪০৭ মৃত্যু হয়েছে ২০ জনের।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৭ হাজার ৮৪০ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছেন।