কাপ্তাই গরুর হাটে পুলিশের প্রচারণা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটিতে পশুর হাটে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে কাপ্তাই নতুন বাজার আনন্দমেলা মাঠে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এই প্রচারণা চালায়।
এ সময় ওসি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রবেশ করতে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে ক্রয়-বিক্রয় করার জন্য সচেতন করেন। পরে ওসির নেতৃত্বে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা আশেপাশের এলাকায় করোনা সচেতনতায় প্রচার-প্রচারণা চালান।