[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচীর সভাবান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসননির্যাতিত নারী ও শিশুর পাশে আছে পুলিশ: বান্দরবান পুলিশ সুপারখাগড়াছড়ির রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতখাগড়াছড়ির চেঙ্গী নদীতে সেতুর অভাবে চরম দুর্ভোগে ১২ গ্রামের মানুষভালনারেবল উইমেন বেনিফিট এর অপেক্ষমান থেকে উপকারভোগী নির্বাচন করা হবেরাঙ্গামাটির আইনকন ঝুলন্ত সেতু ১৫ দিন ধরে ডুবে থাকায় হতাশ পর্যটকরারাঙ্গামাটিতে যুব কাফেলার উদ্যোগে রিজার্ভ বাজারে সড়ক সংস্কারখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিতরামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে দুই ইউনিয়নে দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ

৮৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সরকারের বরাদ্দকৃত ভিজিডি চাল বিভিন্ন ওয়ার্ডে গ্রামীণ দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (১২জুলাই) সকালে উপজেলা খাদ্য গুদাম ঘাটে প্রতি জনকে( মে -জুন) দুই মাসে ৬০ কেজি করে ২নং বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডে ৩৬ জনকে সর্বমোট ২হাজার ১শ৬০ কেজি, ২নং ওয়ার্ডে ২৩জনকে সর্বমোট ১হাজার ৩শ ৮০ কেজি,৩নং ওয়ার্ডে ৩২জন কে সর্বমোট ১হাজার ৯শ ২০কেজি, ৪নং ওয়ার্ডে ২৩জনকে সর্বমোট ১হাজার ৩শ ৮০ কেজি, ৫নং ওয়ার্ডে২৮ জনকে সর্বমোট ১হাজার ৬শ ৮০ কেজি, ৬নং ওয়ার্ডে ৩১জনকে সর্বমোট ১হাজার ৮শ ৬০ কেজি, ৭নং ওয়ার্ডে ৩২জনকে সর্বমোট ১হাজার ৯শ ২০ কেজি, ৮নং ওয়ার্ডে ৪০জনকে সর্বমোট ২হাজার ৪শ কেজি ও ৯নং ওয়ার্ডে ৩০জনকে সর্বমোট ১৮শ কেজি ২৭৫জনকে সর্বমোট ১৬ হাজার ৫০০ কেজি এবং ৩নং আইমাছড়া ইউনিয়নে ১নং ওয়ার্ডে ২৮ জনকে সর্বমোট ২হাজার ১শ৬০ কেজি, ২নং ওয়ার্ডে ৩৪জনকে সর্বমোট ২হাজার ৪০ কেজি,৩নং ওয়ার্ডে ২২জন কে সর্বমোট ১হাজার ৩শ ২০কেজি, ৪নং ওয়ার্ডে ২৭জনকে সর্বমোট ১হাজার ৬শ ২০ কেজি, ৫নং ওয়ার্ডে ৪১ জনকে সর্বমোট ২হাজার ৪শ ৬০ কেজি, ৬নং ওয়ার্ডে ২২জনকে সর্বমোট ১হাজার ৩শ ২০কেজি, ৭নং ওয়ার্ডে ৩৮জনকে সর্বমোট ২হাজার ২শ ৮০কেজি, ৮নং ওয়ার্ডে ২৪জনকে সর্বমোট ১হাজার ৪শ ৪০ কেজি ও ৯নং ওয়ার্ডে ৩৯জনকে সর্বমোট ২ হাজার ৩শ ৪০ কেজি ২৭৫জনকে সর্বমোট১৬হাজার ৫০০কেজি চাল দুস্থ মহিলার মাঝে বিতরণ করা হয়।

এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এবং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা।

এসময় বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা,১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্কর, ২নং ওয়ার্ডের মেম্বার কামিজ ধন চাকমা, ৩নং ওয়ার্ডের মেম্বার শান্তি প্রিয় চাকমা,৪নং ওয়ার্ডের মেম্বার প্রিয় কান্তি চাকমা ও ৫ নং ওয়ার্ডের মেম্বার পদ্ম কুমার চাকমা সহ বরকল ইউনিয়ন ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।