সাংবাদিকদের সাথে নবাগত রামগড় সার্কেল অফিসারের মতবিনিময়
॥ খাগড়াছড়ি জেল প্রতিনিধি ॥
জেলার রামগড় সার্কেলে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী’র সাথে রামগড় উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুলাই) দুপুরে রামগড় সার্কেল অফিসারের কক্ষে মতবিনিময় অনুষ্টিত হয়। এ সময় রামগড় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃংঙ্গলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ ও মতবিনিময় হয়। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাহাদাত হোসেন, সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা, সদস্য সাইফুল ইসলাম, মোঃ সাহেদ হোসেন রানা ও মোঃ জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার চট্রগ্রামের টুরিষ্ট পুলিশ থেকে রামগড় সার্কেল অফিসার হিসেবে যোগদান করেন এবং ইতিমধ্যে সরকার ঘোষিত করোনাকালীন লকডাউনে বিধিনিষেধ পালনে জনগণের মাঝে সচেতনতা তৈরীতে প্রশংসা কুড়িয়েছেন।