মানিকছড়িতে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির লক্ষী নাথ (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ২নং বাটনাতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ছদুরখীল এলাকার বাসিন্দা সাধন নাথের স্ত্রী।
শনিবার (১০ জুলাই) ভোরে চট্টগ্রামের মেডিকেল সেন্টার হসপিটালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। মানিকছড়ি উপজেলায় এই প্রথম করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় পারিবারিক শ্বশানে তার শেষকৃত্যে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন লক্ষী নাথ। বেশ কয়েকদিন আগে তার বুকে ব্যথা ও শ্বাসকস্ট হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয় এবং তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বেশ কয়েকদিন চিকিৎসা চললেও আজ তার মৃত্যু হয়।