[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় কোভিট-১৯ প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভা

৩০

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ ফারজানা আক্তার ববি’র (অ.দা) সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ,সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোরশেদ খাঁন,পৌর মেয়র মোঃ সামছুল হক,ভাইস- চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম প্রমুখ।
মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি অনুসরন করতে সকল কে মাস্ক পরিধান বাধ্যতামুলক করা,লকডাউন বাস্তবায়নে কার্যকরী ব্যাবস্থা গ্রহণ,কোভিড আক্রান্তদের যথাযথ চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত উপজেলায় ১১ টি হাটে মাস্ক পরিধান বাধ্যতামুলক করতে কর্মকর্তা নিয়োগ করা,এন্ট্রি পয়েন্টে চেক পোস্ট কার্যকর করা,উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে অক্সিজেন সহায়তা ও অস্থায়ী ভিত্তিতে কর্মচারি নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া ও জনজীবনের সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ কোভিড পজেটিভদের বাধ্যতামুলক আইসোলেশনে রাখতে হবে মন্তব্য করে বলেন,মাটিরাঙ্গা হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানো পর্যাপ্ত পরিমানে অক্সিজেনের ব্যাবস্থাগ্রহণ সহ সকল ধরণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহণ করা হবে।

করোনা পরিস্থিতি পাহাড়ে ভয়ঙ্কর রুপ ধারন করছে মন্তব্য করে তিনি আরো বলেন,বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় সরকার বিভিন্ন কর্মসূচি ও বিধি-নিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্চে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শীঘ্রই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্চে মন্তব্য করে বলেন,কোভিট-১৯ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে,মাটিরাঙ্গায় সংক্রমণের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে,একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে নিজেদের বাঁচাতে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ বলেন,করোনা পজিটিভদের তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়াও গ্রাম পর্যায়ে কোভিড পজিটিভ রোগী যেনো বাহিরে না যেতে পারে সেজন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবেন।

সভায় উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।