[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে থানচিতে রাস্তার কারনে অটোই লকডাউন চলছে!

৫৬

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানের থানচিতে যাতায়াতে প্রধান সড়কটি ব্যপক কাদামাটিতে ভরপুর থাকায় করোনা ভাইরাসের কারনে অটোভাবেই এ উপজেলায় লকডাউন চলছে বলে স্থানীয়রা জানিয়েছে। ঐতিহ্যবাহী থানচির হেডম্যান পাড়ার ১২০ পরিবারের প্রায় ৫শত মানুষ যাতায়াতবন্দি। রাস্তার কারনে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেনা।

স্থানীয়রা জানান, উপজেলা সদরে ঐতিহ্যবাহী থানচি হেডম্যান পাড়া ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১২০টি পরিবার মধ্যে রয়েছে সরকারী বিভিন্ন দপ্তরে শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হেডম্যানসহ সমাজের গুনিজনও রয়েছে। তাছাড়া অর্ধশতাধিক দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র-ছাত্রী রয়েছে। গত ২৪ জুন হতে থানচি-আলিকদম সড়ক হয়ে থানচি হেডম্যান পাড়া পর্যন্ত অভ্যন্তরীন সংযোগ সড়কে কার্পেটিংয়ের নির্মান কাজ চলমান থাকায় ঠিকাদার সংস্থা পূর্বে থেকে ইট সলিং তুলে নিলে সড়কে অল্প বৃষ্টি হলে হাঁটু নিচে কাঁদামাটিতে চলাচলে চরম ভোগান্তির পড়েছে (মগক) হেডম্যান পাড়াবাসীর। পাড়া হতে সড়কে বের হতে হাফ কিলোমিটার পর্যন্ত কাঁদামাটি রাস্তায় পায়ে হেঁটে ১ ঘন্টা সময় লেগে যায়। এ চরম ভোগান্তিতে পাড়াবাসী জরুরী প্রয়োজন ছাড়া সহজে ঘর থেকে বের হয় না, তাই এখানে অটোভাবেই লকডাউন চলছে।

এদিকে পাড়া প্রধান (কারবারী) বাথোয়াইচিং মারমা বলেন, সংযোগ সংড়কটি বর্ষা মৌসুমে নির্মান কাজ করা উচিৎ ছিল না। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইআংপ্রু মারমা বলেন, অফিসের কাজে উপজেলা সদরে যেতে হয় কাঁদামাটি ভেঙ্গে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) থানচি উপজেলা কার্যালয় গত ফেব্রুয়ারী-মার্চ মাসের টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৭০ লক্ষাধিক টাকা ব্যয়ের থানচি আলিকদম হেডম্যান পাড়া সড়কের কাজ শুরু হয়। এসময় পুরাতন ইট সলিং তুলে নেয় ঠিকাদার আব্দুল মান্নান। ৯০ দিনের মেয়াদে এপ্রিল মে/জুন মাসের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার সংস্থা জুন মাসে কাজ শুরু করলে এ চরমভোগান্তিতে পড়ে এলাকাবাসী। ঠিকাদারে নিয়োগকৃত নির্মাণ কাজের শ্রমিকের লিডার (মাঝি) আব্দুর শুকুর বলেন, প্রতিদিন বৃষ্টি তাছাড়া ঠিকাদার সড়কে বালি দিচ্ছে না এ কারনে কাজের অগ্রগতি নেই। থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, বর্ষার আগেই কাজ শেষ করে দিতে ঠিকাদারকে বলেছি। কিন্তু তারা কাজ শুরু করছে বর্ষা মৌসুমে, কার্পেটিং না হলেও সড়কে বালি ও কংক্রিট দিয়ে কাঁদামাটি থেকে মুক্ত করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, থানচি সদরে হেডম্যান পাড়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী উপহার ঘর নির্মান কাজে পরিদর্শনে গিয়ে যথেষ্ট ভোগান্তিতে পড়েছি। সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।