রোয়াংছড়িতে সৎ মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা আটক
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আপুইমং মারমা (৬৫)কে আটক করেছে পুলিশ। বুধবার (৭জুলাই) বিকালের পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উপজেলার ওয়াগয় পাড়া থেকে আটক করে বলে থানা সুত্র জানিয়েছে।
স্থানীয় সুত্রগুলো জানায়, ধর্ষক ধর্ষিতার সৎ বাবা ছিল। তারা সবাই ওয়াগয় পাড়ার খামার বাড়িতে বসবাস করতেন। ধর্ষিতা থোয়াইঅংগ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষাও দিয়েছে। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় বাড়িতে কৃষিকাজে জড়িত হয়। ধর্ষক সৎ বাবা তার দুই ভাইকে কৌশলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার মাকে চিকিৎসার জন্য বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় ঘরে কেউ না থাকায় কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আসছিল। এভাবে গত ২ জুলাই শুক্রবার ধর্ষিতা এক কন্যা শিশুর জন্ম দেয়। গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে বিষয়টি পরিস্কার হয়। পরে স্থানীয়রা থানায় জানালে বুধবার বিকালে ধর্ষক ঐ পিতাকে আটক করে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদ কবির বলেন, আটকের পর বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়লে পুলিশের প্রহরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার আসামীকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।