রাঙ্গামাটিতে বন্দুক যুদ্ধে নিহত ১
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) দল এবং মারমা ন্যাশনাল পার্টি (এমএনপি) একটি সংগঠনের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে জেএসএস দলের এক সন্ত্রাসী নিহত হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার ভালুকিয়া নয়াপাড়া পাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই উপজেলার ভালুকিয়া নয়াপাড়া গ্রামের কারিগর পাড়া থেকে পানছড়ি সড়কে দফায় দফায় গোলাগুলি হয় জেএসএস ও এমএনপি দলের মধ্যে। পরে নিকটবর্তী পানছড়ির জোনের সেনা সদস্যরা গোলাগুলির খবর পেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে একজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া না গেলেও জেএসএসের সদস্য বলে জানায় পুলিশ।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের মরদেহ জেএসএস দলের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।