নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ১ নারী আটক
॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক নওমসলিম নারীকে আটক করেছে পুলিশ।
আটক নারী হলো বান্দরবান জেলার থানচি উপজেলার কোয়াইক্ষ্যং এলাকার রোয়াল রেম বম’র কন্যা জেনী বম। সে খৃষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় জান্নাতুল মীম (২৪)। সে কক্সবাজারের ঈদগাঁওয়ের টেকপাড়ায় বসবাস করেন তার স্বামী শাহাব উদ্দিন।
সোমবার (৫ জুলাই) রাতে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর এলাকা থেকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার কাছ থেকে এক হাজারে অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য অনুমান ৩ লাখ ৬৪ হাজার টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র বলেন সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।