মানিকছড়িতে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনে পাশাপাশি পুলিশ, সেনাবাহিনীসহ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে।
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা হওয়ার ফলে পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলা ও চট্টগ্রাম শহরের লোকজন ও ব্যবসায়ীদের আনাগোনা বেশি। যার কারণ ঐতিহ্যবাহী তিনটহরী কাঁচাবাজার। যেটিকে খাগড়াছড়ি জেলার সব চাইতে বড় বাজার হিসেবে ধরে নেয়া হয়। প্রতিদিন সূর্যদয়ের সাথে সাথে কেনাবেচা শুরু করে চলে দুপুর ১২টা পর্যন্ত।
তরপরও নিয়মিত মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাজারে অপ্রয়োজনীয় দোকান পাট খোলা রয়েছে কিনা সেটি নজরদারি করছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদেরা টহলে রয়েছেন। যার ফলে জেলার অন্যান্য উপজেলার তুলনায় সংক্রমনের হার অনেক কম।
সোমবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শাহানূর আলম উপজেলা সদর আমতল তিন রাস্তার মোড়ে অবস্থান নেন। এ সময় মাস্ক, হেলমেট, চলমান বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা করেন। বেলা ১১টার দিকে তাদের সাথে যোগদেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণের দেওয়ান মঞ্জুরুল হক (পি,এসসিজি)।
এ সময় উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে ও লকডাউন বাস্তবায়নে নানা বিষয়ে আলোচনাও করেন শীর্ষ এ তিন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নিয়মিত মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাধ্য করা হচ্ছে। পাশাপাশি অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। আর এসব কিছু অমান্য করে যারা ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।