নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২
॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩শ ১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার (৫ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলো— মোঃ ফেরদৌস (২৬) ও মোঃ আজিজুল হক আরজু (২২)। তারা দুইজনই উপজেলার জারুলিয়াছড়ি এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বিজিবি ১১ একটি টিম অভিযান চালায়। সেই অভিযানে জারুলিয়াছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার আজিজুল হক আরজুর কাছ থেকে ১৬০পিস এবং ফেরদৌসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা সর্বমোট ৩১০ পিচ। যার বাজারমূল্য প্রায় ৯৩ হজার টাকা। জব্দ ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ পাচার ও ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্যসামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।