[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

৩৪

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩শ ১০ পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

সোমবার (৫ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলো— মোঃ ফেরদৌস (২৬) ও মোঃ আজিজুল হক আরজু (২২)। তারা দুইজনই উপজেলার জারুলিয়াছড়ি এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বিজিবি ১১ একটি টিম অভিযান চালায়। সেই অভিযানে জারুলিয়াছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার আজিজুল হক আরজুর কাছ থেকে ১৬০পিস এবং ফেরদৌসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ বলেন, উদ্ধারকৃত ইয়াবা সর্বমোট ৩১০ পিচ। যার বাজারমূল্য প্রায় ৯৩ হজার টাকা। জব্দ ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ পাচার ও ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন অবৈধ পণ্যসামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।