মাটিরাঙ্গায় লকডাউন কার্যকরে মাঠে থাকছে ‘কুইক রেসপন্স টীম’
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গাতেও দ্রুতহারে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ।
ভাইরাসটির সংক্রমন রোধে সরকারের সিদ্ধান্ত ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কঠোর লকডাউন কার্যকর করতে গত বৃহস্পতিবার (১জুলাই) মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি সহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
মাটিরাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টি সহ মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছে একদল যুবকের সমন্বয়ে গঠিত ‘কুইক রেসপন্স টীম’।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) মিজ ফারজানা ববি জানান,দীর্ঘ বিরতির পরে সাম্প্রতিক করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনকে সহযোগীতার পাশাপাশি তৃনমুলে জনসচেতনতা সৃষ্টি আর মাস্ক পড়তে উদ্বুদ্ধ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামুলক মাইকিং করবে ‘কুইক রেসপন্স টীম’।
কুইক রেসপন্স টীমের প্রধান মোঃ দেলোয়ার হোসেন রিপন বলেন,করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দশ যুবকের সমন্বয়ে গঠিত কুইক রেসপন্স টীমকে আবারো সচল করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) মিজ ফারজানা ববি। তাঁর নির্দেশেই আমরা আবারো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেছি। যেকোন পরিস্থিতিতে এ টীম মাটিরাঙ্গাবাসীর পাশে থাকবে।
প্রসঙ্গত,গত বছর করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনার সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়ন, করোনায় আক্রান্তদের সহায়তা করা, তৃনমুলে জনসচেতনতা সৃষ্টিসহ হাটবাজারে স্বাস্থ্য বিধি নিশ্চিতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনকে সহযোগিতার জন্য ‘কুইক রেসপন্স টীম’ গঠন করেন, মাটিরাঙ্গার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।