[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

পুলিশের পৃথক অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ৩

৩৮

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় এসব মাদক সহ জড়িতদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবুল কালাম এর কাছ থেকে ১ হাজার ৬শত ৭৪, ধুংরী হেডম্যান পাড়া এলাকায় আব্দুর রহমান ও রবিউল হোসেন এর কাছ থেকে ১শত ৯৫ পিচ সহ জড়িত ৩ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন পুলিশ। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৮শত ৬৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুণ কুমার চাকমা ও এসআই অমর চন্দ্র বিশ্বাসসহ পুলিশের পৃথকদল সদর ইউপির নাইক্ষ্যংছড়ি হতে গর্জনিয়া গামী পাকা রাস্তার উপর ডিউটি করাকালীন সময়ে এবং ধুংরী হেডম্যান পাড়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় তিন জনকে আটক করে। আটককৃতরা হলো আবুল কালাম (২৩), পিতাঃ আজিজুর রহমান সাং ক্যাজরবিল গর্জনিয়া রামু কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ধুংরী হেডম্যান পাড়া, আব্দুর রহিম (২৫), পিতাঃ মোজাফ্ফার আহমদ সাং কাউয়ারকোপ হিন্দুপাড়া রামু কক্সবাজার এবং রবিউল হোসেন (২৫), পিতাঃ খোরদেশ আলম সাং ঘিলাতলী নাইক্ষ্যংছড়ি। উদ্ধারকৃত মাদক ইয়াবা’র আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার ৭০০ শত টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় তিন জনের বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয়েছে। নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করতে অভিযান চলমান আছে বলে উল্লেখ করেন।