[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

পুলিশের পৃথক অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ৩

৩৯

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় এসব মাদক সহ জড়িতদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবুল কালাম এর কাছ থেকে ১ হাজার ৬শত ৭৪, ধুংরী হেডম্যান পাড়া এলাকায় আব্দুর রহমান ও রবিউল হোসেন এর কাছ থেকে ১শত ৯৫ পিচ সহ জড়িত ৩ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন পুলিশ। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৮শত ৬৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুণ কুমার চাকমা ও এসআই অমর চন্দ্র বিশ্বাসসহ পুলিশের পৃথকদল সদর ইউপির নাইক্ষ্যংছড়ি হতে গর্জনিয়া গামী পাকা রাস্তার উপর ডিউটি করাকালীন সময়ে এবং ধুংরী হেডম্যান পাড়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় তিন জনকে আটক করে। আটককৃতরা হলো আবুল কালাম (২৩), পিতাঃ আজিজুর রহমান সাং ক্যাজরবিল গর্জনিয়া রামু কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ধুংরী হেডম্যান পাড়া, আব্দুর রহিম (২৫), পিতাঃ মোজাফ্ফার আহমদ সাং কাউয়ারকোপ হিন্দুপাড়া রামু কক্সবাজার এবং রবিউল হোসেন (২৫), পিতাঃ খোরদেশ আলম সাং ঘিলাতলী নাইক্ষ্যংছড়ি। উদ্ধারকৃত মাদক ইয়াবা’র আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার ৭০০ শত টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় তিন জনের বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয়েছে। নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করতে অভিযান চলমান আছে বলে উল্লেখ করেন।