সাংবাদিক সাধন বিকাশ চাকমা এর মা’য়ের পরলোক গমণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় দৈনিক প্রথম আলো এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমা এর মা’ রসিক পুদি চাকমা (৭৪) বার্ধক্য জনিত কারনে বাঘাইছড়িস্থ শিলকাটাছড়া গ্রামের নিজ বাসভবনে (বুধবার) সন্ধ্যায় পরলোক গমণ করেছেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ ক্লাবের অন্যান্য সকল সদস্যরা সহকর্মীর মায়ের মৃত্যুতে গভীর শোকসহ তাঁর আত্মার শান্তি কামনা করছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারে সাথে একাত্মা হয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছেন। এছাড়াও সাপ্তাহিক পাহাড়ের সময় পরিবারও শোক জানিয়েছেন।