রাঙ্গামাটিতে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
॥ নিজস্ব প্রতিবেদক॥
করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ১জুলাই থেকে দেশ ব্যাপী টানা সাত দিনের ১ম দিন রাঙ্গামাটিতে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। জেলা প্রশাসনসহ আইনসৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে চলেছেন।
বৃহস্পতিবার (১জুলাই) ভোর ৬টা থেকে রাঙ্গামাটিতে শুরু হয়েছে সাত দিনের এ লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা শহরের প্রতিটি মোড়ে মোড়ে ও চেকপোস্টে রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা। কড়াকড়ির মধ্যে প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলছে না তবে পন্যবাহী কিছু গাড়ি চলতে দেখা গেছে। এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছু মানুষেরও চলাচল দেখা গেছে।
এদিকে, ভোর থেকেই রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। এতে পথচারীরা বাইরে বের হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পরতে হচ্ছে।
লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিটি চেকপোস্টে ১০ থেকে ১৫ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি প্রশাসনের লোকজনকেও দেখা গেছে। রাঙ্গামাটি সদরের বনরূুপা বাজার, রির্জাভ বাজার, তবলছড়ি বাজার, কলেজ গেইট, ভেদভেদি বাজার সহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল রয়েছে। পুলিশ বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জরুরি প্রয়োজনে অনেকে বের হয়েছেন। এছাড়াও গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের পরিচয়পত্র নিয়ে বের হতে দেখা গেছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ গত বুধবার করোনভাইরাস প্রতিরোধে সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের আদেশ পালনে এ সাতদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।