[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
জাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবেটাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে বাঘাইছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিতবাঘাইহাট জোনের উদ্যোগে হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণলংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাথানচিতে জেন্ডার সমতায় সাফল্যের কাজ করে যাচ্ছে বিএনকেএসরাঙ্গামাটির রাজস্থলীতে ইউনিয়ন ছাত্রদল নেতা বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

৪৭

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র ১৯১ তম শাখার উদ্বোধন করা হয়ছে। এটি বাংলাদেশের বেসরকারি খাতে ইসলামী শরিয়াভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক।

মঙ্গলবার (২৯ জুন) সকালে মাটিরাঙ্গার বি.নবাব শপিং কমপ্লেক্সের ৩য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
এর আগে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র প্রধান কার্যালয় থেকে সরাসরি উদ্বোধন করা হয়। এ সময় অত্র ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আল.চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ সোলায়মান শেঠ,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন,সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অত্র জেলার মধ্যে মাটিরাঙ্গা উপজেলায় একটি মাত্র ব্যাংকের শাখা কার্যক্রম উদ্বোধনে কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ চট্রগ্রাম জোনের পরিচালক আজম উদ্দিন জানান,যথাযথ ব্যাংকিং সেবা প্রদান করাই আমাদের মুল লক্ষ্য। এছাড়াও ১০ টাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের একাউন্ট খোলার বিশেষ সুবিধা,বিনা জামানতে ক্ষুদ্র ব্যাবসায়ীদের ঋণ দেয়াসহ ব্যাংকিং বিভিন্ন কার্যক্রমের উপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি আরো বলেন,পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টির যেখানে জনগন ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের আরো শাখা স্থাপন করা হবে বলে তিনি জানান।

আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ মাটিরাঙ্গা শাখার ব্যাবস্থাপক মোঃ কামাল বলেন,বৈশ্বিক মহামারিতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠা একটি চ্যালেন্জ,আমরা এটি কাটিয়ে উঠতে পারবো। তাছাড়া ব্যাংকের দেয়া ওয়াদা পালনে আমরা বদ্দপরিকর,এছাড়াও তিনি ব্যাংকের সহয শর্তে বিভিন্ন ধরণের ঋন কার্যক্রমের কথা বিস্তারিত ব্যাখ্যা করেন।
একই সময়ে ফিতা কেটে ব্যাংকটি উদ্বোধন করেন অতিথীরা। এ সময় অন্যান্যদের মধ্যে,মাটিরাঙ্গা বাজারের ক্ষুদ্র ও বড় ব্যাবসায়ী,জনপ্রতিনিধি,ব্যাংক কর্মকর্তা,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।