মানিকছড়িতে ভারসাম্যহীন মহিলাকে বাঁচাতে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলাধীন ময়ুরখীল( ধর্মঘর) এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাঁচাতে গিয়ে সিএনজি থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে প্রাণ গেল মন্টু সরকার (২১) নামের এক যুবকের।
রবিবার (২৭ জুন) রাত ৯টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি ঐ এলাকার আনিস সরকারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ির গুইমারা থেকে চট্টগ্রামগামী আম ভর্তি ট্রাক (চট্টমেট্রা-ন- ১১-৮২৪৯) ও জালিয়াপাড়া থেকে ফটিকছড়িগামী সিএনজি (নং চট্টগ্রাম-থ ১৩-৩৮৩২) মানিকছড়ি সদর ময়ুরখীল এলাকায় আসলে মানসিক ভারসাম্যহীন এক মহিলা পথচারী রাস্তায় এলোপাতারী ঘুরাঘুরি করায় সিএনজি চালক ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়! এ সময় সিএনজি চালকের পাশে থাকা আম ক্রেতা অন্তু সরকার (২১) গাড়ী থেকে ছিটকে পড়ে গেলে পিছনে থাকা ট্রাক তাকে বাঁচাতে চেষ্টা করলেও নিয়ন্ত্রণহীন গতির কারণে অন্তু সরকার ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান! এ সময় ট্রাকটি রাস্তার ডানপার্শ্বে আড়াআড়ি হয়ে উল্টে যায়!
এ ঘটনায় আহত হয়েছেন ভারসাম্যহীন ওই নারীসহ ৩জন। যার মধ্যে মানসিক ভারসাম্যহীন নারী সুফিয়া বেগম(২৪), ট্রাক ড্রাইভার মোঃ মতিউর রহমান (৩৫ ও তার সহকারি রুহুল আমীন (৩০)। তবে আহতদের অবস্থা আশংকা মুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ ও মামলা সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।