[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় সমলয় চাষাবাদের বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধনরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৫০০ পরিবারের মাঝে বিজিবি ’র খাদ্যশস্য বিতরণলংগদুতে ট্রলি দূর্ঘটনায় এবার চালকেরও মৃত্যু হয়েছেখাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল দশা, মাত্র ২ জন চিকিৎসকবাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে লকডাউন বাস্তবায়নে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

১০১

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে করোনা সংক্রমণ রোধে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রেখে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে ।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান সদররের বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন, রিকশা এবং মোটরসাইকেল ব্যতীত সকল গণপরিবহন বন্ধ রয়েছে। জেলা শহরে ট্রাফিক মোর, বালাঘাটা, রাজার মাঠ, উজানী পাড়া, বাসষ্ট্যান্ড ও কালাঘাটা ইত্যাদি মুল পয়েন্ট ঘুরে দেখা যায় পুলিশ কড়া নজদারী ও টহল চলছে রাস্তায়। জরুরী সেবার জন্য যারা বের হয়েছেন তাদের চেকপোস্ট পার হবার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অযথা বের হবার কারণে অনেককেই ফিরিয়ে দেয়া হয়েছে।

এই দিকে সীমিত পরিসরে লকডাউন কারনে দুরপাল্লা গণপরিবহন গুলো ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি যানচলাচলে বন্ধ রয়েছে। এমনকি সকল টিকেট কাউন্টার তালাবদ্ধ দেখা যায় ।

উল্লেখ্য গেল ২৭ জুন মন্ত্রী পরিষদ সরকারে গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় সকল পর্যটককেন্দ্র ৭ দিন ও সেই সাথে হোটেলগুলো বন্ধের রাখার নির্দেশ দেন। পাশাপাশি সকাল ৮ হতে রাত ৮ পর্যন্ত খোলা রাখা নির্দেশ দেন। তবে ১ জুলাই হতে সারাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে সকল কিছু বন্ধে রাখার জন্য শোডাউন জারি করেছে সরকার।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম জানান, করোনা সংক্রামণ ঠেকাতে সরকার নির্দেশনুযায়ী আমরা শহরে বিভিন্ন পয়েন্ট অবস্থান করছি। শহরে অলিগলিতে চলছে টহল। জনসাধারণ যাতে অপ্রয়োজনে বের হতে না পারে সেই কঠোর নজরদারী করছে।