হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিন প্রদান দীঘিনালা জোনের
॥ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা অসহায় হতদরিদ্র পরিবারের কর্মসংস্থানের লক্ষে দীঘিনালা জোন পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার(২৮জুন) সকালে দীঘিনালা জোন সদরে অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ অসহায় হতদরিদ্র বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়া এলাকার বসিন্দা মোছাঃ পারুল বেগম(৪২) হাতে সেলাই মেশিন তুলে দেন।
দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেলাই মেশিন পেয়ে মোছাঃ পারুল বেগম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোন আমাকে একটা সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন। আমি এখন সেলাই মেশিন দিয়ে কাজ করে সন্তানদের নিয়ে ভালভাবে চলতে পারব।