[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় দ্বিখন্ডিত গরু সহ ৩ চোর আটক

৫০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় ৩ চোরকে আটক করেছে জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। এসময় লেগুনা গাড়ি (ছাড়পোকা) থেকে জবাইকৃত মস্তক বিহীন ১টি গরুর বস্তাবন্ধি দ্বিখন্ডিত অংশ সহ ৩ চোরকে আটক করে থানা পুলিশ।

এবিষয়ে গরুর মালিক নুর মোহাম্মদ বাদী হয়ে শনিবার বিকেলে লামা থানায় মামলা দায়ের করেন। মামলায় আটককৃত ৩ আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতির ছড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তা থেকে কাটা গরুর অংশ ও চোরকে আটক করা হয়।

আটককৃত গরু চোররা হল, চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), একই এলাকার মৃত ইসমাইল এর ছেলে মোঃ তৌহিদ ড্রাইভার (২৪) ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডান হাতির ছড়া এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে মোঃ শাহেদ প্রকাশ জুয়েল (১৯)।

গরুর মালিক নুর মোহাম্মদ জানান, ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় ডান হাতির ছড়াস্থ কোরবান আলীর কৃষি জমিতে তার পালিত কালচে খয়েরী ষাঁড় গরুটি ঘাস খেতে দিয়ে আসে। বিকাল সাড়ে ৫টায় তার ছেলে রবিউল কাদের ও স্ত্রী গরু আনতে গিয়ে দেখে গরুটি নেই। অনেক খোঁজাখুজি করেও তারা গরুটি পাইনি। শনিবার (২৬ জুন) সকাল ৭টায় লোক মুখে খবর পায় তার চুরি হওয়া গরুটি জবাইকৃত অবস্থায় মস্তক বিহীন দ্বিখন্ডিত করে প্লাস্টিক ২টি বস্তায় ডুকিয়ে একটি লেগুনা গাড়িতে করে ৩ জন চোর নিয়ে যাচ্ছে। জনতা তাদের আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হই। এই বিষয়ে লামা থানায় একটি চুরির মামলা করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, পুলিশ দ্রুত ও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হলে জনতা ৩ চোরকে গণপিটুনী দিয়ে মেরে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শতশত মানুষ গরু চোরদের দেখার জন্য সেখানে উপস্থিত হয়। পরে জবাইকৃত মস্তক বিহীন গরুটি একজনের জিম্মায় দিয়ে তিন আসামীকে থানায় নিয়ে আসি।