॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
সেবামূলক কর্মকান্ড কে অগ্রাধিকার সহ বৃক্ষ রোপন ও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মাটিরাঙ্গা ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আত্মপ্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি মোঃ জহির উদ্দিন ফিরোজ বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন।
এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান উল্লেখ করে অত্র ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানান,প্রতিষ্ঠানটির মূলমন্ত্র হিসেবে শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য।
একই সময়ে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন,মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় বিভিন্ন প্রজাতির ফলদ বনজ গাছের চারা রোপন করা হয়।
এ সময় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ্,মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম,মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু বক্বর সিদ্দিক, ডাঃ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সামাজিক সংগঠনের সদস্য সহ অনেকে উপস্থিত ছিলে