বরকলে ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে “অনজুর”এর জন্মদিন পালন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকলে অনজুর চাকমার ৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে ধর্মীয় ভাবধারার মধ্যে দিয়ে বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, পিণ্ডদান ও নানাবিধ দানযজ্ঞের আয়োজনে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ জুন) সকালে বরকলের কলেজ পাড়া এলাকায় তপন জ্যোতি চাকমা ও সাগরিকা চাকমা নিজ বাড়িতে ছেলের জন্মদিনে এ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান ধর্ম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইমাছড়া শাখা বন বিহার অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষু।
জ্যোতিপাল ভিক্ষু বলেন, জন্মদিন উৎসব পালন করা বড় বিষয় নয়,সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে বড় বিষয়। তিনি আরোও বলেন,সন্তানদের ধর্মীয় রীতি এবং পঞ্চনীতি প্রতিপালনে পারিবারিকভাবে শিক্ষাদান দেয়ার উপদেশ প্রদান করেন।একইসাথে তিনি মহাকারুণিক তথাগত ভগবান বুুদ্ধের অমৃতবাণীর তাৎপর্য তুলে ধরে গৃহীদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন।
এসময় আইমাছড়া শাখা বন বিহারের প্রজ্ঞা দর্শন ভিক্ষু,মৈত্রী প্রিয় ভিক্ষু সহ উপাসক-উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন।