সোনালী ব্যাংক মানিকছড়ি শাখার স্থানান্তরিত নতুন শাখা ভবনের উদ্বোধন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
সোনালী ব্যাংক লিমিটেড মানিকছড়ি শাখার স্থানান্তরিত নতুন শাখা ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি বাজারের প্রাণ কেন্দ্র নিপ্রু ফার্নিচার ভবনের দ্বিতীয় তলায় প্রিন্সিপাল অফিস রাঙ্গামাটি শাখার এজিএম সত্য প্রসাদ দেওয়ান’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেনারেল কার্যালয়’র (আগ্রাবাদ) শাখার জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সভাপতিত্বর করেন, প্রিন্সিপাল অফিস রাঙ্গামাটি শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নুরুন নবী।
এ সময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ওসি মোঃ শাহানূর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মোঃ নুরু ইসলাম, মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমাসহ পার্শ্ববর্তী উপজেলার সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ও অন্যান্য ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টাকা উত্তোলনের পর যদি কোনো গ্রাহক অনিশ্চয়তায় ভোগে সেক্ষেত্র তাকে নিরাপদ স্থানে পুলিশ স্কোয়াডে পৌছে দেয়ার আশ্বাস দেন মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম।
মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন, প্রাইভেট ব্যাংকের তুলনায় সেবার মান কিছুটা কম। তবে সেবার মান আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সরকারি-বেসরকারি সব ধরনের লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা হয়। এছাড়াও প্রায় সব ধরনের ভাতার টাকা এ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় বলে মাঝে মধ্যে সার্ভিস দিতে কিছুটা সমস্যা হলেও চেষ্টা করে যাচ্ছি গ্রাহকের আশানুরূপ সেবা দিতে। তাছাড়া সিসি ক্যামেরার আওতায় আমাদের সকল শাখাই রয়েছে। এটিকেও এর আওতায় আনা হবে।