বান্দরবানের রোয়াংছড়িতে এক নওমুসলিম ত্রিপুরাকে গুলি করে হত্যা
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে এক নওমুসলিম ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্র এবং পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম বের্নচন্দ্র ত্রিপুরা (৫২)। তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাছড়ি আগা ত্রিপুরা পাড়ার বাসিন্দা তয়ারাম ত্রিপুরার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির এ এলাকাতে কয়েক বছর আগে পরিবারসহ চলে এসে বসবাস করে আসছেন। তিনি আগে খৃষ্টান ধর্মাবলম্বী ছিলেন। পরে খ্রীষ্টান ধর্ম থেকে মুসলিম ধর্মান্তরিত হয়ে পাড়াতে ৩/৪ পরিবারকে মুসলিম ধর্মান্তর করে মসজিদ বানিয়ে মুসলিম ধর্ম পালন করে আসছেন। রাতের আধাঁরে কে বা কারা তাকে গুলি করে হত্যা করে।
রোয়াংছড়ি থানায় অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির ঘটনা সততা নিশ্চিত করেছেন। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।