২৪ জন ব্যক্তিকে ১ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ ২৩ জনের পরিবার এবং স্থায়ী অক্ষমজনিত এক ব্যক্তিকে এককালীন ১ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন,রাঙ্গামাটি জেলা প্রশাসন। শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব পরিবারকে চেক হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং স্থায়ী অক্ষমজনিত মোট ২৪ জনকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এরমধ্যে ২২ জন মৃত্যুবরণকারী পরিবারকে ৮ লক্ষ টাকা করে, ২০১৫ সালের আরেকজন মৃত্যুবরণকারী পরিবারকে ৫ লক্ষ টাকা এবং স্থায়ীভাবে অক্ষমজনিত এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা সহ মোট ১ কোটি ৮৫ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। এসময় অনুদান প্রাপ্ত পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন মিয়া, সদর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ।