বঙ্গমাতা গোল্ডকাপে সেমি ফাইনালে উঠল বরকল বালিকা দল
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ (অনুর্ধ-১৭) বরকল বনাম রাজস্থলী উপজেলার মধ্যে উত্তেজনাপুর্ণ ম্যাচে ১-০ গোলে প্রতিপক্ষকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে বরকল বালিকা দল। আগামীকাল কাউখালী উপজেলার সঙ্গে সেমি ফাইনালে খেলবে বরকল।
এর আগে বুধবার বিকেলে ২-১ গোলে নানিয়ারচর উপজেলাকে পরাজিত করায় বরকলের স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, খেলোয়ার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বরকল বালিকা দলের পাশে দাড়িয়েছেন।
বরকল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হেডম্যান টিটু দেওয়ান বলেন- আমাদের মেয়েরা এত ভালো খেলেছে তা দেখেই আমরা উৎসাহিত হয়েছি। নানা সীমাবদ্ধতার মাঝেও তারা এগিয়ে যাচ্ছে। আশা করছি আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারব।
এদিকে শুক্রবার বিকেলে রাজস্থলী ও বরকলের মধ্যে অনুষ্ঠিত খেলা দেখতে এবং মেয়েদের উৎসাহ দিতে স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেছেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা। ১-০ গোলে রাজস্থলী উপজেলাকে হারিয়ে বিজয়ী হওয়ায় বরকল উপজেলা বালিকা দলকে অভিনন্দন জানান তিনি। খেলোয়ারদের যা যা প্রয়োজন সবকিছু দেয়া হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি বিজিত রাজস্থলী উপজেলা বালিকা দলের খেলোয়ারদের সাথেও কুশল বিনিময় করে বলেন- তোমরা অনেক সুন্দর খেলেছো। খেলায় জয়-পরাজয় থাকবে। মন খারাপ না করে আরো ভালোভাবে অনুশীলনের পরামর্শ দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার অবসর প্রাপ্ত কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, সাধারণ সম্পাদক বরুণ দেওয়ান, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আবুল বশর, বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, বরকল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টিটু দেওয়ানসহ বরকল ও রাজস্থলী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।