মানিকছড়িতে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় অর্থদণ্ড
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলা সদরের গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলকে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও কোচিং পরিচালনা করা অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ উক্ত অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সারাদেশে নানা বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। সরকারি নির্দশনা মোতাবেক বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সরকারি নির্দশনা অমান্য করে গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল খোলা রেখেছেন কর্তৃপক্ষ। ফলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।