পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৪৮
মনে হইতেছে আমাগো নিখিল দাদুই মন্দের ভালা,হগ্গল কিছুর আগে ভ্যাকসিন নিশ্চিত করিবেন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৪৮নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন।
শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি। মা’রে পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসীরা আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। মা’গো এইসবের হেতু কি, পাহাড় অশান্তির কলকাঠির পিছনে কারা চিহ্নিত করিবেন। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….
মা’রে তিন পাহাড়ের এক পাহাড়েতো মাদক ইয়াবার মুষ্টিবদ্ধ দল তাগো গুষ্টির সংখ্যা বাড়াইয়া দিয়া টানা আকাম চালাইয়া যাইতেই আছে। আমাগো বিজিবি-পুলিশ-র্যাব ঐ মাদকের লাগাম টানিতে হিমশিম খাইতেছে বলিয়া মনে হইতেছে। গেল সপ্তাহেও বান্দরবন পাহাড়ে মাদক ইয়াবার মুষ্টিবদ্ধ দলের ৪ কারবারীকে সাড়ে তিন কুটি টাকার ইয়াবাসহ আটক করিয়াছে গত শুক্রবার রাইতেও সাড়ে তিন হাজার পিস লইয়া জামাল মোল্লারে আটক করিয়াছে। এইসবরে হেতু কি, সীমানার ছিদ্র বন্ধ করিতে ওয়ার্ডার দেন। মাদার ডিস্ট্রিক্টে আপুনার দলের এক যুবনেতার লালসায় পড়িয়া, আদালতের আদেশ না মানিয়া চাঁটগাঁর অশীতিপর নীহার দাদু দুই পরিবাররে চিরতরে উচ্ছেদ করিতে একাট্টা হইয়াছে। সংবাদ লিখিতে যাইয়া অভাগা পোড়াকপাইল্লা দাদুরেও পুলিশের খাতায় আসামী বানাইয়াছে। আদালতের আদেশের ফাইলচাপা দিয়া দখল দারিত্ব লইতে গিয়া এখুন আদালত উল্টো ডজনখানেকের হাতে হাতকড়া পড়াইবে বলিয়া মনে হইতেছে, যাউ¹া। আমাগো নন্দ দাদু কহিলো উন্নয়ন বোর্ড চেয়ারমন এর চেয়ার লইয়া বহুতে টানাটানি চালাইতেছে। গণমাধ্যমের ফুসুর ফুসুর গুজুর গুজুরকারী বহুতেও বগলের তলে হাত রাখিয়াছে। হাবাবাতাস যেইদিকে তাঁগো তেরপলও হেই দিকে। পাহাড় পর্বতের দাদু-দিদিগোর উন্নয়নে বঙ্গবন্ধু স্বপ্নের এই পুতিষ্ঠানে যোগ্য ব্যক্তি দেওনের দরকার। তয় যা ম্যাসেজ পাইতেছি তাহাতে মনে হইতেছে আমাগো নিখিল দাদুই মন্দের ভালা। এই ফরমায়েশ খানা মাথায় রাখিবেন। মা’গো খাগড়াছড়ির রানা দাদু কহিলো সৃষ্টি কর্তার এই দুনিয়ায় ভাটা পড়িতে পড়িতে জোয়ারের দেখা পায়, কিন্তু হেইখানের হ¹ল কাজের নাকি জোয়ারই নাই। করোনা লইয়া বহুতে সময় বাড়াইতে বাড়াইতে শেষমেষ অসময় হইয়া যাইতেছে। হেইখানে রাইতের আঁন্ধারে বৌদ্ধ বিহারে ঢুকিয়া ভিক্ষুরে কোপাইয়া টাকা পয়সা লইয়া পলাইয়াছে সন্ত্রাসীরা। এইসব লইয়া আমাগো কুজন দাদুর নাকি হ¹ল দিকের ওজনও কমিয়া যাইতেছে।
মা’জননীগো এইবারের বাজেট লইয়াও বহুত গবেষণা চলিতেছে। দেশরে বিজ্ঞ দাদু-দিদিরাতো নানান কিছিমের কথা কহিতেছে। এক গবেষক দাদুতো কহিলো দেশের দাদু-দিদিগোর মাথাপিছু ঋণ প্রায় পঁচাশি হাজার টাকা এইসব লইয়া বহুতেরা মাথায় ব্যাথা। ঘরের ইঁদুর বেড়া কাটিয়া দেশের টাকা বাইরে পাচার করিলে ঋণের বোঝা বাড়িতেই থাকিবে। গোল্ডেন মনিরসহ চাইর জনের ব্যাংক হিসাব বহুত আগেই জব্দ করনের দরকার আছিল। বিজ্ঞ রাজনৈতিক নেতারা হতচকিত দেশের টাকা পাচার ঠেকানোই যাইতেছে না, তয় মারে টাকারতো হাতপা গজায় নাই যে ভিন দেশে হাইট্টা চলিয়া যাইবে। ঋণের বোঝাও বাড়িতেছে টাকাও পাচার হইতেছে হিসাবতো মিলাইবার পারিতেছিনা। সবগুলাইন কেন জানি আওলাঝাওলা লাগিতেছে। তয় টাকা চোর বড় বড় ট্রাংক ওয়ালাগোর খবরও দেশের দাদু-দিদিরা জানিতে চাহে। বিদেশেও দেশের টাকাচোরদের বিরুদ্ধে আন্দোলন চলিতেছে। সাংবাদিক রোজিনা হেনস্থার ঘটনায় সাংবাদিক সমাজতো হতভম্ব। ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতা বিরোধী। মা’রে সব কিছুতো আইন দিয়াও চলিবে না। সাংবাদিক-লেখকদের কলম টানিয়া ধরিলে দেশের শাসন ব্যবস্থারও ওলটপালট হইয়া যাইবে। যে আইন উন্নয়ন বিরোধী, অধিকার বিরোধী হেই আইনের দরকার কি।
মা’রে নোয়াখালীতে এইসব কি ঘটিতেছে। হেইখানের হাতিয়া লইয়া যা চলিতেছে কারে মারিয়া কে চেয়ারে বসিবে অবস্থা। ত্রিশ দিনের ব্যবধানে রবীন্দ্র সহ দুই খুন ঘটনায় হেইখানের শান্তির বাতাস নাই। এইভাবে চলিতে থাকিলে নোয়াখালীতে নেতার সংখ্যাও মাইনাস হইতে থাকিবে। মা’গো নোয়াখালীর আগা-মাথা ঠিক করেন বড় ক্ষতির আগে লাগাম টানেন। আমাগো রাজধানীর গাজীপুরেতো লন্ডন ফেরত দুই ভাইয়ের নাকি ৫০ সদস্যের কিশোর ডি কোম্পানী, মাসাআল্লাহ এই কোম্পানীর চালকরাতো লন্ডন হইতে ট্রেনিং লইয়াছে বরিয়াই মনে হইতেছে। গাজীপুরেতো অপরাধের আকার বাড়িতেছে, প্রকৌশলী দেলোয়ার হত্যায় জড়িতদের দ্রুত ঝুলাইতে ওয়ার্ডার করেন। কলাবাগানের ফ্লাটে ডা. সাবিয়া নিহত ঘটনার সুত্রও নাকি নাই তাজ্জব কান্ড। ৫ শতাধিক নারী পাচারের টিকটক হৃদয় এর তো তল্পিতল্পা বাহির হইতেছে। আমাগো মা’বোন দের এই পাচার চক্ররে কোন ছাড় নয়গো মা। মির্জা দুাদুর আস্ফালনও কমিতেছে না। বসুর হাটের চান্দিগরমের দল আবারো উত্তেজনা বাড়াইতেছে।
মা’গো লকডাউন যদি নাই মানে তয় দিয়া লাভ কি। যে যার ইচ্ছেমতন দিন পার করিতেছে। গাড়ি-ঘোড়ায় যেই ভাবে চড়িতেছে তাতে মনে হইতেছে একে অপররে বহুত দিন দেখে নাই তাই মুখোমুখী হইয়া বসিয়াছে। ভাইরাস ঘটনা লইয়া বিশ্বেতো নতুন করিয়া কথার ঝুড়ি বাড়িবে। চীনতো মনে হইতেছে বহুত কিছুরে গোপন রাখিয়াছে। উহানের হেই ল্যাব লইয়া বিজ্ঞানীর দল বাড়ানোর দরকার। ট্রাম্পের হেই দিনে চিনের দিকে আঙ্গুল মনে হইতেছে অমুলকও নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয় লইয়াও ভালা করিয়া ভাবনের দরকার।
মা’গো দেশের ছাত্র-ছাত্রী পোলা মাইয়াতো শিক্ষাপুতিষ্ঠান খোলার দাবিতে রাস্তায় নামিয়াছে। ছোট্ট ছোট্ট পোলা মাইয়াগোর কি অবস্থা হইবে। লকডাউন থাকিলেও দাদু-দিদিরা আদেশ নির্দেশ বেকডাউনে রাখিয়া দৌড়াইতেছে। শিক্ষাপুতিষ্ঠান খোলনের বিষয়ে ভালা করিয়া চিন্তা করনের দরকার এইভাবেতো জাতির ভবিষ্যৎও নষ্ট হইযা পড়িবে। মা’গো কিছু টাইম লাইন দিয়া হইলেও শিক্ষা পুতিষ্ঠান খোলন যায় কিনা ভাবিয়া দেখিবেন। তয় মা’রে আমাগো শত্রুরও অভাব নাই হেইডাও মাথায় রাখিতে হইবে। সীমান্তের জেলার অবস্থার কি হইবে। গোটাদেশের সীমান্তেরই বহুত ফাঁক ফোঁকর রহিয়াছে বলিয়াই মনে হইতেছে। সীমান্ত লইয়া আমাগো বিজিবির দাদুদের কড়া ওয়ার্ডার দেন। কথা হইলো হ¹ল কিছুর আগে ভ্যাকসিন নিশ্চিত করিবেন। এই অবস্থার অবসান করিতেই হইবে।
মা’রে আমাগোর চাঁটগার দিকে একুট নজর দেন। কিশোর গ্যাংতো বেপোরোয়। পুলিশ দাদুরা এক ছিনতাইর তদন্ত লইতে যাইয়া তিন চক্রের সন্ধানে ডজন খানেক আটক। কক্সবাজারে দুই বাহিনীর শক্তি প্রদর্শন লইয়া দুইজনতো পরপারে গিয়াছে। কিশোর গ্যাংও রেলগাড়ির মতন লাইন হইয়াছে। হেফাজত নেতাগোর কান্ড কারখানায় বাবুনগরির বিষয়ে দুদুকের তদন্ত। ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা বহুতের চোখতো কপালে। হাসেন দাদু কহিলো এই জালিয়াত চক্রের নেটওয়ার্ক জালের মতন বিস্তার করিয়াছে। চাকরির প্রলোভন দেখাইয়া চাইর কিশোরীর সর্বহানির বিচার দ্রুত করিতে আদেশ করিবেন। চাঁটগায়তো অল্পবৃষ্টিতেই হ¹লেই ভাসে। ইয়া বড় বড় দালানা কোটা, নালা নর্দমা ভরাট, স্বর্থপররাই এই কষ্ট দাদু-দিদিগোর দৌড়গোড়ায় আনিয়া ছাড়িয়াছে। পানিবন্ধী হইতে বাঁচাইতে সুক্ষ্ম পরিকল্পনা লইতে সিসিসি’র মেয়র দাদুরে আদেশ করেন।
মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।
মা’জননীগো তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।
ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ১৩ জুন, ২০২১ খ্রীঃ