[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাঙ্গামাটিতে শিক্ষক আটক

৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রাইভেট পড়ানো ও গান শেখানোর সুযোগে ১০ম শ্রেণীর এক ছাত্রী (১৬)কে যৌন ও মানসিক নির্যাতন করার অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। ভূক্তভোগী ছাত্রীর অভিভাবক রাঙ্গামাটি কতোয়ালী থানায় মামলা করলে শুক্রবার (১১জুন) রাতেই পুলিশ ঐ শিক্ষককে শহরের আসামবস্তীর নিজবাড়ী থেকে আটক করে।

থানা সুত্র জানায়, আটককৃত রনজিত পাটোয়ারী (৫৫) শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে তার খালা কোতয়ালী থানায় মামলা দায়ের করার পর রাতেই তাকে আটক করে। শনিবার ঐ শিক্ষককে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

তিনি জানান, ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়েই আমরা অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ৯(১)(খ) ধারায় মামলা নিয়েছি। যাহার নাম্বার-৯,তারিখ: ১২/০৬/২০২১ইং। আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিমের মা চাকুরি জনিত কারনে কক্সবাজার অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তের শিকার ঐ ছাত্রী শহরের লুম্বিনী পাহাড় এলাকার নানীর বাড়িতে থেকে পড়াশোনা করে আসছে। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনীতে পড়ে। গত তিন বছর ধরেই শিক্ষক রনজিত পাটোয়ারীর কাছে পড়াশোনা ও গান শিখতো। আসামবস্তির একটি ভাড়া বাসায় ও নিজ বাসায় পৃথকভাবে ব্যাজ করে প্রাইভেট পড়াতেন এবং গান শেখাতেন রনজিত পাটোয়ারী। প্রাইভেট পড়ার সময় গত ২৬ এপ্রিল ২০১৯ সালে প্রথমবার রনজিত পাটোয়ারীর নিকট শারিরিকভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর পর ১১ নভেম্বর ২০২০ সালেও একই ঘটনার পূঃরাবৃত্তি ঘটনায় শিক্ষক রনজিত। এতে মানসিকভাবেও ভেঙ্গে পড়ে উক্ত ছাত্রী। এ ঘটনা কাউকে না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন রকম হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি পর্যালোচনা করে আটক শিক্ষক অপরাধের সাথে জড়িত থাকতে পারে তাই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।