[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

‘খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি বন্ধন সৃষ্টি করে ’

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা বলেছেন, খেলাধুলা আয়োজনে এক এলাকার মানুষের সাথে পাশ^বর্তী এলাকার মানুষের সাথে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে। ফলে পারস্পরিক দ্বন্দ্ব ঝগড়া ভুলে গিয়ে তারা এক মৈত্রীর সম্পর্কে জড়িয়ে পড়ে। তাই সেতুবন্ধনে খেলাধূলার ভূমিকা অনেক বেশি।

শুক্রবার (০৪জুন) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়নে মরিচ্যাবিল এলাকায় ‘মরিচ্যাবিল ফুটবল টুর্ণামেন্ট ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রীতি বজায় রেখে এবং অসাম্প্রদায়িক চেতনা বিশ^াসী বলেই এ দেশ স্বাধীন হয়েছে। তিনি যদি উগ্রাবাদী চিন্তা-ভাবনা করতেন তাহলে দেশ কখনো স্বাধীন হতো না। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়। সেই যুদ্ধে পাহাড়ি-বাঙালি মিলেমিশে যুদ্ধও করেছিলেন। এমনকি পাহাড়ের মানুষ স্বাধীনভাবে চলতে পারছে এর একমাত্র অবদান হলো বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,রাজমনি পাড়া আর্মি ক্যাম্পের সার্জন মোঃ সাইফুল, ৬নং বালুখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য জীবন শ্রী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ চাকমা, ৬নং বালুখালী ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি অজিত তঞ্চগ্যা, ‘মরিচ্যাবিল ফুটবল টুর্ণামেন্ট এর আহব্বাহক জীকন তঞ্চগ্যা প্রমূখ।

‘মরিচ্যাবিল ফুটবল টুর্ণামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করেন। উদ্ধোধনী খেলায় মুখোমুখি হয় মরিচ্যাবিল একাদশ বনাম গরগজ্যাছড়ি। এই ফুটবল টুর্ণামেন্ট আগামী ২০ জুন পর্যন্ত চলবে বলে পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।