কাপ্তাই প্রেসক্লাবের সভাপতির চাচা শশুরের মৃতদার শোক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন এর চাচা শশুর রাঙ্গুনিয়া,সরফভাটা নির্বাসী ক্ষেত্রবাজার বিশিষ্ট ব্যবসায়ী ক্বারি মোঃ আব্দুর রাজ্জাক (৫৯), স্ট্রোকজনিত কারনে মৃত্যু বরণ করে। (ইন্নালিল্লাহি,,,, রাজেউন)।
বৃহস্পতিবার (৩জুন) চট্রগ্রাম মেডিকাল হাসপাতালে সকাল ১০টায় তিনি মারাযান। মৃত্যু কালে স্ত্রী, ২ছেলে ৩ মেয়ে ৩বড় ভাই,বোন সহ বহু আত্বীয়-স্বাজন রেখে যান। মরহুমের মৃত্যুতে সরফভাটা ইউপি পরিষদ, ক্ষেত্রবাজার বাজার ব্যবসায়ী সমিতি, কাপ্তাই প্রেসক্লাব সহ বিভিন্ন ব্যবসায়ী মহল শোকসপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করে। বাদ আছর সরফভাটা মেহেরিয়া মাদরাসায় নামাজের জানাজা শেষে ক্ষেত্রবাজার কবরস্থানে দাফন করা হয়