মাটিরাঙ্গার অসহা স্বপনের পরিবারের পাশে দাঁড়িয়েছে পলাশপুর বিজিবি
॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥
মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির বাসিন্দা স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের দিনক্ষন চুড়ান্ত হলেও আর্থিক সঙ্কটে পড়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন পরিবারটি। এমন অসহায় পরিবারের দুশ্চিন্তার খবরে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পলাশপুর জোন।
বুধবার (২ জুন) সকালে ৪০বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির পলাশপুর জোন সদরে স্বপন চন্দ্র শীলের হাতে বিবাহের অনুষ্ঠান আয়োজনের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।
নগদ আর্থিক সহায়তা প্রদান শেষে পলাশপুর জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সব সময়ই অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজনে স্বপন চন্দ্র শীলের পরিবারের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।