বান্দরবানে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে আহত ১
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বান্দরবান ক্যান্টমেন্ট এলাকায় বাস ও মোটর সাইকেলর মুখোমুখি সংঘর্ষে একজন বাইক আরোহী আহত হয়েছে। আহত ব্যক্তি বান্দরবান বালাঘাটা ২নং ওয়ার্ডের উসাইনুং মার্মা ছেলে নেউইন মারমা ( ১৭)।
সোমবার (৩১ মে) সন্ধ্যায় বান্দরবান ক্যন্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সামনে এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরোও জানা যায়, সন্ধ্যায় রাঙ্গামাটি হতে একটি বাস বান্দরবান উদ্দেশে রওনা দেন। পরে বান্দরবান ক্যন্টমেন্ট সামনে এসে বান্দরবান থেকে বালাঘাটা হতে উদ্দেশে যাওয়া মোটরসাইকেল আরোহী সাথে বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহত মোটরসাইকেল আরোহীকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।