বান্দরবানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে স্বয়ং দুলাভাইয়ের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি রয়েছে।
পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বান্দরবানের ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বেশ কয়েক মাস ধরে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে জোর করে কয়েকবার ধর্ষণ করে আব্দুল মতিন বাবু নামে এক যুবক। ওই যুবক ভিকটিমের পারিবারিক সূত্রে দুলাভাই এবং পেশায় একজন ভাড়ায় চালিত মাইক্রোচালক। দুলাভাই হওয়ার সুবাধে বিদ্যালয় বন্ধ থাকায় তাকে বেশ কয়েকবার বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ রোববার (৩০ মে) ধর্ষণের এক পর্যায়ে হঠাৎ করে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে তার মা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান।
এদিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর মেয়েটির অবস্থা সংকাটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরে রক্ত প্রদান করছে।
ভিকটিমের মা বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি, প্রতিদিনই ঘরের বাইরে থাকি এই সুযোগে তার দুলাভাই আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ধর্ষণ করে এবং তাকে এই কথা কাউকে বলতে নিষেধ করে।’
তিনি আরও বলেন, ‘আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ভয় দেখায়— যদি কাউকে ধর্ষণের কথা বলে, তবে সে আমার মেয়েকে মেরে ফেলবে।’
এদিকে পুলিশ বান্দরবান মাইক্রোস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন বাবুকে আটক করে।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ সোহাগ রানা জানান, পুলিশকে জানানোর পরপরই পুলিশ আব্দুল মতিন বাবুকে আটক করে সদর থানায় নিয়ে আসে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।