খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে মন্দিরের টাকা লুট করেছে দুর্বৃত্তরা
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলার পুজগাঙ গ্রামের প্রজ্ঞাজ্যোতি বন ভাবনা (বিহার) কুঠিরের প্রধান অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবিরকে কুপিয়ে সব টাকা পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১২ টায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় এবং থানা সুত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে দুই যুবক মোটর সাইকেল যোগে ঐই কুঠিরে বেড়াতে যায়। যুবকদ্বয় ভিক্ষু অগ্রজ্যোতি মহাস্থবিরের খোঁজ খবর নেয়ার পর চলে যায়। এর কয়েকদিন পর এই ঘটনা ঘটে। এ বিষয়ে অগ্রজ্যোতি মহাস্থবির বলেন, তাঁর কুঠিরে সরকার ও স্থানীয় জনগণের সহযোগিতায় উন্নয়নের কাজ চলছিল। তিনি আরো বলেন, ঘটনা যারা ঘটিয়েছে তারা বাঙালি যুবক ছিল। আমি তাদেরকে স্পষ্টই দেখেছি। তিনি বলেন, এরা প্রথমে লোহার রড দিয়ে দরজা ভেঙ্গে আমার কুঠিরে (ঘর) প্রবেশ করে। তারপর আমার মাথায় কোপায়। আত্নরক্ষার চেষ্টা করলে তাদের সাথে দস্তা দস্তিও হয়। দস্তাদস্তির এক পর্যায়ে তারা আমার পিঠে লোহার রড দিয়ে পেঠায়। তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে পানছড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মাথায় ১২ টি সেলাই করা হয়। পরে ডাক্তাররা খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করেন। আমি এর বিচার চাই।
স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম ঘটনার বিষয়টি পুলিশ দেখছেন বলে জানান।