বান্দরবানের পাহাড়ে পাহাড়ে অস্ত্রধারীরাও নাকি প্রকাশ্যে অস্ত্র লইয়া টহল মারিতেছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। সমাজের বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
রফিক জেঠা কহিলো, লামায় মোটরসাইকেল চালক মুমিনুল হক হত্যাকান্ডের ঘটনায় জড়িক আসামী আব্দুল্লাহকে আমাগো র্যাব-১৫ এর সদস্যর চাঁগার বাকলিয়া এলাকা হইতে আটক করিয়াছে। আব্দুইল্লা নাকি তার গ্যাংক লইয়া অসহায় মুমিনুলের এ পরিনতি ঘটাইয়াছে। ঘটনার চাইরদিন পর পুলিশ লাশ উদ্ধার করিলেও হত্যা না আত্মহত্যা এই লইয়া বহুত সন্দিহান আছিল। অবশেষে র্যাব-১৫ এর সদস্যরা গোয়েন্দা তদন্ত চালাইয়া হত্যাকারীদের চিহ্নিত করিতে সক্ষম হইয়াছে। কথা হইলো পার্বত্য চট্টগ্রামে এই ধরনের বহুত ঘটনা ঘটিয়াছে কষিয়া তদন্ত চালাইলে বহুত হত্যাকারী বাহির হইয়া যাইতো, চিন্তায় আছি…
ইসমাইল জেঠা কহিলো, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বটনাতলী এলাকার কুয়েত প্রবাসীর ছেলে সাগর হোসেনকে অপহরণ করিয়া সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা দাবি করিলেও কাউকেই ধরিতে পারেনাই আমাগো যৌথ বাহিনীর সদস্যরা। এই ঘটনা লইয়া বহুতে বহুত কথা কহিলো কারা এই আকাম করিয়াছে তার তল্পিতল্পা এখনো বাহির হয় নাই। কথা হইলো পার্বত্য এই চট্টগ্রামে বহুতে অন্যের কাঁধে বন্দুক রাখিয়াও শিকার করিতেও স্তাদবলিয়া পত্রপুত্রিকায় দেখিয়াছি। দেখিলে মশকারী না দেখিলে চুরি এই তালের হইলো কিনা, চিন্তায় আছি…
আবুল জেটা কহিলো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের খাদ হইতে এক যুবকের মরদেহ উদ্ধার করিয়াছে পুলিশ। গেল শুক্রবার সকালে উপজেলার বেলছড়ি ইউনিয়নের পাঞ্জাবী টিলা এলাকা হইতে আবুল বাশার (৩৮)র লাশ উদ্ধার হইয়াছে। পুলিশ জেঠারা কহিলো আবুল বাশার বৃহস্পতিবার বাজারে গেলে আর বাড়ি ফিরে নাই পরে শুক্রবার সকালে বাড়ির পাশের পাহাড়িখাদে তার মরদেহ পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাচে হুট করিয়া এরকম হত্যাকান্ড বাড়িয়া গিয়াছে। হেতু কি উপরওয়ালাই জানেন, চিন্তায় আছি…
চাই জেঠা কহিলো, খাগড়াছড়ির কারাগারে রক্ষিত পর্নোগ্রাফী মামলার আসামী বিকাশ ত্রিপুরা গলায় ফাঁস দিয়া কারাগারেই আত্মহত্যা করিয়াছে। গেল শুক্রবার সকালে কারাগারের ভেতরে আইশোলেশন সেন্টারের টয়লেটে গিয়া এই কাম করিয়াছে। কারাগারের রাখিব নিরাপদ দেখাইবো আলোর পথকে প্রশ্নবিদ্ধ করিয়াছে। কথা হইলো হতাশা আর আস্থাহীনতায় ভুগিলে প্রত্যেকের বেলাতেই অস্থিত্বও রক্ষা করা মুশকিল হইয়া পড়ে, চিন্তায় আছি…
আমাগো হক জেঠা কহিলো, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই কোটি টাকারও অধিক মুল্যে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করিয়াছে আমাগো বিজিবির সদস্যরা। মাদককারবারীরা এই সময় বিজিবির সদস্যদের লক্ষ্য করিয়া গুলিও চালাইয়াছে। অশো জেঠা কহিলো বান্দরবানের পাহাড়ে পাহাড়ে অস্ত্রধারীরাও নাকি প্রকাশ্যে অস্ত্র লইয়া টহল মারিতেছে। যা মনে হইতেছে বান্দরবানের নাইট-ডে’র পরিস্থিতিও খারাপ চলিতেছে, চিন্তায় আছি…
চাই জেঠা কহিলো বিয়া আর প্রেমের ফান্দে ফালাইয়া দুই কিশোরীর জীবন সর্বনাশ করিয়াছে দুই যুবক। খাগড়াছড়ির রামগড় আর মানিকছড়িতে এই আকাম হইয়াছে। তয় আমাগো পুলিশ জেঠারা রাসেল (২২) যুবককে আটক করিয়াছে, বাকিরে খুজিতেছে। কথা হইলো মাইয়া একটুতেই মোমের মতন গলিয়া বসে সুযোগ সন্ধানীরা তাই যা ইচ্ছে তাই করিতেছে। প্রতিবাদী না হইলে আরো বহুতের মান সম্মান যাইবো, চিন্তায় আছি…
আরিফ জেটা কহিলো, খাগড়াছড়ির পানছেিড়ত রাইতে আন্ধারে দুবৃত্তরা বহুতের ফলজ বাগান কাটিয়া সাবার করিয়া দিয়াছে। মানুষে মানুষে শত্রুতা থাকে তয় ফল ফ্রুটের সহিত এমন কি শত্রুতা। এই ঘটনা লইয়া বহুতে ফুঁসিতেছে। যে কোন মুহুর্তে রাট্টালাট্টিও বাঁধিয়া যাইতে পারে, চিন্তায় আছি…
আমিন জেঠা কহিলো, আমাগো মাদার ডিস্ট্রিক্টের সাত উপজেলায় কোন ফায়ার সার্ভিস চালু নাই। যার কারনে বছরে আগুন ধরিয়া বহুত সম্পদ হানি হইতেছে। এইসব ঘটনা লইয়া উপজেরার মানুষ ভয়ে ভয়ে জীবন পার করিতেছে। কথা হইরো চোরে চুরি করিলে বেড়া থাকে তয় আগুন ধরিলে ছাই ছাড়া আর কিছুই থাকে না। আমাগো সরকারি সেরকারি প্রতিষ্ঠানে কত্তোটাকা পানিতে পরিতেছে তয় উন্নয়নের এই উন্নয়নটা জরুরী করনের দরকার, চিন্তায় আছি…
মংসি জেঠা কহিলো লামায় চাঞ্চল্যকর ট্রিপল মাডার ঘটনায় উত্তম জেঠাকে পুলিশ আটক করিয়াছে। কুয়েত প্রবাসীর স্ত্রীসহ দুই মাইয়া হত্যা ঘটনার সন্দেহে গেল শুক্রবার সন্ধ্যায় উত্তমরে আটক করে। ঘটনার কারন জানিতে তদন্দ চলিতেছে। মনে হইতেছে শষ্যের ভিতর ভুতও রহিয়াছে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো, কাপ্তাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকিলেও যন্ত্রপাতি নাই। এইসব লইয়া ডক্তার আর রোগীগোর মইধ্যে ক্ষোভের দানা বাঁধিতেছে। রোগীরা চিকিৎ নিতে আসিয়া সরকারি সুযোগ সুবিধা না পাইয়া প্রাইভেট ক্লিনিকে পরীক্ষানীরিক্ষা করিতে যাইয়া অর্থ আর ফেরত থাকিতেছে না। কথা হইলো ডাক্তার যখন আছে তয় রোগীর সেবায় যন্ত্রপাতির জইন্য আমাগো স্বাস্থ্য বিভাগের কর্তারা দ্রুত ব্যবস্থা নিলেই পারে, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবিত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। হ¹লরেই লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৩০মে, ২০২১ খ্রিঃ