[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

অপহৃত পুত্রের শোকে মায়ের মৃত্যু, বাবা মৃত্যুশয্যা

মানিকছড়িতে অপহরণের ৫দিনেও সন্ধান মেলেনি প্রবাসীপুত্র সাগরের

১৩৩

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার লাল টিলা নামক এলাকা থেকে সন্ত্রাসীদের ধার্য চাঁদা পরিশোধ না করায় গত ২৪ মে রাত ৩টার দিকে অপহৃত হন কুয়েত প্রবাসীপুত্র মোঃ সাগর হোসেন(২৩)। পুত্রের শোকে মা নুরুন নাহারও আজ শুক্রবার (২৮ মে) বিকেলে না ফেরার দেশে চলে গেলেন ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ২নং বাটনাতলী ইউপির লালটিলা এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ’র পুত্র মোঃ সাগর হোসেন(২৩) ঐ এলাকায় গরু-ছাগর ও হাঁস-মুরগির খামার করার পরিকল্পনায় প্রাথমিক কার্যক্রম শুরু করেছিলেন। সম্প্রতি কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ ও তার পুত্র (মোঃ সাগর হোসেন) এর মোবাইলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন একটি সশস্ত্র সন্ত্রাসীবাহিনী । অন্যথায় তার ছেলেকে (মোঃ সাগর হোসেন) তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন।

যার ফলে গত ২৪ মে রাত ৩টার দিকে সন্ত্রাসীরদের নির্ধারিত চাঁদার টাকা পরিশোধ না করায় প্রবাসীপুত্রকে (মোঃ সাগর হোসেন) অপহৃণ করা হয়। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ অপহৃত সাগরের কোনো সন্ধান দিতে পারেনি এবং এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
যদিও এ ঘটনার সাথে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর কেউ জড়িত নয় বলে জানিয়েছেন ঐ এলাকার দায়িত্বে থাকা সংগঠক ক্যালাচিং মারমা।

অপহৃত সাগরের কুয়েত প্রবাসী পিতা নুর মোহাম্মদও পুত্রের শোক ও স্ত্রীর মৃত্যুর খবরে প্রবাসে মৃত্যুশয্যায়ী! এদিকে সশস্ত্র সন্ত্রাসীর অবৈধ চাঁদাকে ঘিরে একজন ক্ষুদ্র খামারী অপহরণ এবং পুত্রশোকে মায়ের অকাল মৃত্যুতে জনপদে শোকের ছায়া নেমে এসেছে।

পুত্রের শোকে মায়ের মৃত্যু ও প্রবাসী বাবার মৃত্যুশয্যায়ী অত্যান্ত বেদনাদায়ক উল্লেখ করে মানিকছড়ি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, আমি যোগদানের পূর্বেই ঘটনাটি ঘটেছে। কিন্তু অপহৃতের সন্ধানে আমাদের পুলিশবাহিনী গত ৫ দিন ধরে বিভিন্ন স্থানে তাকে উদ্ধারের চেষ্টা চালিযে যাচ্ছে। আশা করছি খুব শীগ্রই অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও জড়িতদের আটক করতে সক্ষম হব।