কর্ণফুলীতে সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভ্রমণে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে তন্ময় দাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার শীলছড়ির সীতারঘাট এলাকায় সাতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন। পরে রাত ৮টায় নৌবাহিনী ডুবুরী দল লাশ উদ্বার করে।
তিনি চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এবং চট্টগ্রাম জেলার টাইগার পাস এলাকার বাসিন্দা সুবল দাশের ছেলে।
তন্ময়ের আত্মীয় কৃষ্ণ নাথ বলেন, চট্টগ্রাম থেকে তন্ময়সহ আমরা মোট ৯ জন কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে আসি। ওইদিন সীতা মন্দির দর্শনের পর বিকেলে সবাই পার্শ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামি। একপর্যায়ে নিখোঁজ হয়ে যায় তন্ময়। পরে আমরা অনেক খোঁজাখুজির পর না পেয়ে সরকারের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে অবগত করলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ফায়ার সার্ভিস এর কর্মীরা। তারা এসে নিখোঁজ হওয়া তন্ময়কে খোঁজাখুজি শুরু করে এবং রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আকতার হোসেনসহ, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির টিমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উল্লেখ্য করোনা কালিন প্রশাসনের পক্ষ হতে সকল ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ সহ সব কিছু বাঁধা, নিষেধ থাকা শর্তেও পর্যটকরা তা অমান্য করে ঘুরতে আসে। এবং পানিতে নেমে পরে। সম্প্রতি গত বছর পাশ্বর্বতী এলাকায় এভাবে ঘরতে এসে নদীতে নেমে আরো কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া পর্যটক পানিতে ডুবে মারা যায়।