বান্দরবানে স্বর্ণমন্দিরে পঞ্চশীল ও হাজার প্রদীপ প্রজ্বলন
॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥
বান্দরবানে বালাঘাটা বৌদ্ধ স্বর্ণ জাদীতে বৌদ্ধ ধর্মলম্বীদের বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দায়কদায়িকাদের পঞ্চশীল, দশমশীল ও হাজার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫মে) সন্ধ্যায় বান্দরবান স্বর্ণ জাদি মন্দিরে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ও দায়কদায়িকাবৃন্দের ধর্মগ্রন্থ, পাপ মুক্ত, মনের সুখ প্রশান্তি জন্য জাদী উপাদক্ষ ভদন্ত বিরোচনা পাঞা ও ভদন্ত গুন বন্দনা পাঞা দায়ক দায়িকা মঙ্গলময় জন্য পঞ্চশীল, অষ্টশীল, ও ধর্ম দেশনা প্রদান করেন।
এসময় পার্বত্যমন্ত্রী সহধর্মিনী মেহ্লাপ্রু, সিভিল সার্জন সহধর্মিনী এম্যাখিং, মহিলা নেত্রী এমেচিং, মিনিপ্রুসহ উপাসিকাগণ উপাদক্ষ ভদন্ত গুন বন্দনা পাঞা নিকট বুদ্ধ মুর্তি ,ত্রিপিটক গ্রন্থ, অষ্ট পুরিস্কার, স্বর্ণ ছত্র, সৌম্য ছত্র, পেদেসা, শ্বেত ছত্র, কল্প তড়ু , তারা বোওয়েঃ, আসন চেয়ার, দান করা হয়।
প্রতি বছর উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করে থাকে বৌদ্ধ ধর্মালম্বীরা। বান্দরবানের বৌদ্ধ বিহারগুলো সাজানো হয় বর্ণিল সাজে, শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয় দিনটি।
বুদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এদিনে মহামতি গৌতম বুদ্ধ জন্ম গ্রহণ করেছিলেন। তার জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়।
এইদিকে বৌদ্ধ ধর্মলম্বীরা নারী-পুরুষরা ইহকাল ও পরকালের শান্তির জন্য বিভিন্ন উপসনালয়ে উপস্থিত থেকে প্রার্থনায় অংশ নেন।