রাঙ্গামাটিতে হোটেল মালিক ও পর্যটককে অর্থদন্ড
॥ নিজস্ব প্রতিবেদক ॥
করোনা মহামারি কারণে সারাদেশে সরকারি ঘোষিত লকডাউন চলায় হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। লকডাউন অমান্য করে পর্যটককেরা রাঙ্গামাটিতে ঘুরতে আসায় এবং হোটেল মালিকরা পর্যটকদের অবস্থান দেয়ায় তিন হোটেল মালিক এবং চার পর্যটককে অর্থদন্ড দিয়েছেন ভ্র্যম্যমান আদালত। এছাড়াও উপজেলা পরিষদের ষ্টেশন ক্লাব সংলগ্ন পুকুর থেকে মাটি কাটার দায়ে আরও এক ব্যক্তি অর্থদন্ড দেন ভ্র্যম্যমান আদালত।
শনিবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান মোট ৮টি মামলায় ২১ হাজার ৪শত টাকা অর্থদন্ড দেন।
তিনি জানান, লকডাউনের কারণে রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্র ও হোটল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জেলা প্রশাসনের অফিস সহায়ক নজরুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।